Site icon Jamuna Television

সারাদেশে ব্লকেড কর্মসূচির ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

জুলাই পদযাত্রার অংশ হিসেকে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমাবেশ শেষে ফেরার পথে হামলা এবং তারপর থেকে দফায় দফায় সংর্ঘষের ঘটনায় সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (১৬ জুলাই) বিকেলে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেয়া হয়।

ফেসবুক পোস্টে জানানো হয়েছে, গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের হামলার প্রতিবাদে সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সারাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দলসহ সর্বস্তরের ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে ব্লকেড কর্মসূচি পালনের আহ্বান জানানো যাচ্ছে।

এদিকে, এনসিপির সমাবেশ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। ইতোমধ্যে পুলিশ সুপার কার্যালয়ে আশ্রয় নিয়েছেন নাহিদ ইসলামসহ এনসিপির নেতারা।

/এমএন

Exit mobile version