Site icon Jamuna Television

দুই জোটের প্রার্থীদের অভিযোগ নিয়ে আইন-শৃংঙ্খলা বাহিনী তদন্ত করে ব্যবস্থা নিবে

দুই জোটের প্রার্থীদের অভিযোগ নিয়ে আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল মডেল কলেজে ইভিএম’র মাধ্যমে মক ভোটিং পর্যবেক্ষণের সময় সাংবাদিকদের কাছে এ কথা বলেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

ঢাকা-৬ এবং ঢাকা-১৩ আসনে প্রথমবার ইভিএম’র মাধ্যমে ভোট প্রদানের সুযোগ পাবেন সেখানকার ভোটাররা। নির্বিঘ্নে ভোটের দিন ইভিএম ব্যবহারের সুযোগ তৈরীর জন্যেই আজ সকাল থেকে দুটি আসনে চলছে ‘মক ভোটিং’। যা চলবে বিকাল পর্যন্ত। রির্টানিং কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট ব্যাক্তিরা দিনব্যাপী ভোটারদের জানাবেন এই বিষয়ক নানা তথ্য। ঘুরে-ঘুরে ইভিএম আসনগুলোর কার্যক্রম পরিচালনা করছেন নির্বাচন কমিশনাররা।

Exit mobile version