রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে দুজনকে হত্যা

|

প্রতীকী ছবি।

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ড ঘটেছে। ভাতিজার বিরোধের মীমাংসা করতে গিয়ে খুন হন চাচা গাড়ী চালক ইব্রাহীম। আর দুর্বৃত্তদের কোপে নিহত হন আল আমিন নামে আরেকজন।

বুধবার (১৬ জুলাই) মোহাম্মদপুর আদাবরের নবোদয় হাউজিং ও চাঁদ উদ্যান এলাকায় পৃথক দুটি খুনের ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ব্যক্তি গাড়িচালক ইব্রাহিম (৩২); তার ভাতিজা সুজন কাজ করতো ডিম ব্যবসায়ী সজীবের দোকানে। দোকানের হিসাব ঠিকমত বুঝিয়ে না দেয়ায় সুজনকে নিয়ে কিছুদিন ধরে বিরোধ চলছিলো। ভাতিজার বিষয়টি সুরাহা করতে সজীবের সাথে শালিসে বসেন ইব্রাহিম। আলোচনার এক পর্যায়ে তর্কে জড়ায় উভয় পক্ষ। শালিসে মীমাংসা না হলে সড়কে গিয়ে শুরু হয় হাতাহাতি। একপর্যায়ে অস্ত্র বের করে ইব্রাহিমকে গুলি করে করে সজীব।

এ সময় উত্তেজিত জনতা সজীব ও তার ভাই রুবেলকে গণপিটুনি দেয়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলিসহ তাদের আটক করে সেনাবাহিনী। পরে আদাবর থানায় হস্তান্তর করা হয় দুই ভাইকে।

পুলিশ জানায়, গুলিবিদ্ধ অবস্থায় যুবককে তাৎক্ষণিকভাবে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালেই রয়েছে।

এদিকে, মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় আল আমিন (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সম্প্রতি শেরেবাংলা নগরে ছিনতাইয়ের ঘটনায় মান্নান নামে একজনকে আটক করে পুলিশ। পরিবারের ধারণা, ওই ঘটনার জেরে মোশারফসহ কয়েকজন মিলে আল আমিনকে হত্যা করেছে। এ ঘটনায় গিট্টু রিপন নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply