Site icon Jamuna Television

বেরোবিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গ্রাফিতি, প্রতিবাদে গভীর রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুর ব্যুরো:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসের বিভিন্ন হলের দেয়ালে ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা ফিরবে’সহ বিভিন্ন ধরণের দেয়াল লিখনের প্রতিবাদে গভীর রাতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামন থেকে মিছিলটি শুরু হয়ে কাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে শহীদ মুখতার এলাহী হলের প্রধান ফটকের সামনে সমাবেশ করে তারা। এসময় তারা ‘নিষিদ্ধ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ’; ‘ছাত্রলীগের আস্তানা, এই ক্যাম্পাসে হবেনা’সহ বিভিন্ন ধরণের শ্লোগান দেন।

সমাবেশে বক্তব্য রাখেন সমন্বয়ক শামসুর রহান সুমন, রহমত আলী, শাহরিয়ার সোহাগসহ অন্যান্যা নেতারা। তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নাকের ডগার ওপর দিয়ে শহীদ আবু সাঈদের শাহাদতের বর্ষপূর্তির রাতে ক্যাম্পাসের হলসহ বিভিন্ন দেয়ালে নিষিদ্ধ ছাত্রলীগ দেয়াল লিখন লিখেছে। আমরা মনে করি এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা।

নেতারা বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের হত্যা করে যাবে, আর প্রশাসন চেয়ে চেয়ে দেখবে? তারা সমস্ত সিসিটিভি ক্যামেরা সকালের মধ্যেই দেয়ার দাবি জানান। সেইসাথে কারা এই ফ্যাসিবাদের পক্ষে লিখেছে তাদের গ্রেফতার করার দাবি জানান।

তারা আরও বলেন, আবু সাঈদের কবর ছুঁয়ে আমরা শপথ করে এসেছি। শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে শুধু ফাঁসি কাষ্ঠে ঝোলার জন্য। ক্যাম্পাসে যারা নিষিদ্ধ ছাত্রলীগের হয়ে দেয়ালে লিখেছে। তাদেরকে প্রশাসন আইনের আওতায় না আনলে শিক্ষার্থীরা নিজেরাই খুঁজে বের করবে। সব দায়িত্ব নিতে হবে প্রশাসনকে।

/এমএইচআর

Exit mobile version