Site icon Jamuna Television

থমথমে অবস্থা গোপালগঞ্জে, চলছে কারফিউ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভাকে কেন্দ্র করে বুধবার দিনভর সংঘর্ষ আর প্রাণহানির ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে গোপালগঞ্জে। চলছে প্রশাসনের ডাকা ২২ ঘণ্টার কারফিউ।

বুধবার (১৬ জুলাই) এ জেলায় এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ আর ধাওয়া-পাল্টা ধাওয়া ঘিরে রাতভর উত্তেজনার পর সকালে দেখা গেছে জেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। কারফিউয়ের কারণে সকাল থেকে বন্ধ বেশিরভাগ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান।

সরেজমিন দেখা গেছে, আতঙ্কিত সাধারণ মানুষ জরুরি কাজ ছাড়া বাইরে বের হননি। রাস্তায় বেরিয়েছেন দিনমজুর আর খেটে খাওয়া মানুষ। মাইকিং করে জনগণকে বাইরে না আসার ঘোষণা দিচ্ছে জেলা প্রশাসন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে দেড় হাজারের বেশি পুলিশ সদস্য। সেনাবাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে ৪ প্লাটুন বিজিবি। আছে নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরাও।

এদিকে, সংঘর্ষের ঘটনায় কোনো মামলা বা গ্রেফতার অভিযান চালানো হয়েছে কি না সে বিষয়ে কোনো তথ্য দেয়নি পুলিশ।

/এমএইচ

Exit mobile version