Site icon Jamuna Television

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বগুড়ায় দাদী ও ভাবিকে হত্যার অভিযোগ

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বগুড়ায় স্কুলছাত্রীর দাদী ও ভাবিকে হত্যার অভিযোগ উঠেছে। ছুরিকাঘাত করা হয়েছে ওই স্কুলছাত্রীকেও। বুধবার (১৬ জুলাই) রাতে শহরের ইসলামপুর হরিগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী বন্যাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো একই এলাকার যুবক সৈকত। বন্যা তা প্রত্যাখ্যান করায় স্কুল যাতায়াতের পথে তাকে উত্যক্ত করতো সে।

এ নিয়ে কয়েক দফা সালিশ বৈঠক হয় এলাকায়। এরই জেরে রাত সাড়ে ৮টার দিকে ঐ স্কুলছাত্রীর বাসায় ঢুকে বন্যাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সৈকত। তাকে বাঁচাতে দাদী লাইলী বেওয়া ও ভাবি হাবিবা ইয়াসমিন এগিয়ে এলে তাদেরও ছুরিকাঘাত করে পালিয়ে যায় সৈকত।

পরে স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে দু’জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

/এমএইচ

Exit mobile version