Site icon Jamuna Television

ফরিদপুর, রাজবাড়ি ও মানিকগঞ্জে এনসিপির কর্মসূচি আজ

ফাইল ছবি।

দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ ফরিদপুর, রাজবাড়ি ও মানিকগঞ্জে কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি।

সরেজমিন দেখা গেছে, ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে চলছে সমাবেশের প্রস্তুতি। যোগ দিতে এরই মধ্যে খুলনা থেকে রওনা হয়েছেন নেতাকর্মীরা।

সকাল থেকেই সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন এনসিপির জেলা শাখার নেতাকর্মীরা। তারা জানান, ফরিদপুরে পৌঁছে প্রথমে সার্কিট হাউসে উঠবেন কেন্দ্রীয় নেতারা। সেখান থেকে পথসভা নিয়ে সমাবেশস্থলে আসার কথা রয়েছে।

সমাবেশ শেষে ফরিদপুরের আলিপুরে এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন করা হবে। জেলায় জুলাই শহীদ ও আহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করারও কথা রয়েছে।

ফরিদপুরে কর্মসূচি শেষে পথসভা করতে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হবেন এনসিপির নেতারা। একইভাবে মানিকগঞ্জেও পথসভা করার কর্মসূচি রয়েছে।

/এমএইচ

Exit mobile version