Site icon Jamuna Television

৭.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৩। তীব্র এ ভূমিকম্পের পর জারি করা হয়েছে সুনামি সতর্কতা।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এ তথ্যটি নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তাসংস্থা এএফপি।

জানা গেছে, ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজ্যটির পপোফ দ্বীপ। স্যান্ড পয়েন্ট শহরে ছিলো কেন্দ্র।

এসময় সাইরেনের শব্দে স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়ায়। ভূমিকম্পের পর জারি করা হয় সুনামি সতর্কতা। পরবর্তীতে জরুরি সতর্কতা তুলে নেয় আবহাওয়া বিভাগ।

তবে, বাসিন্দাদের নিম্নভূমি থেকে উঁচু স্থানে সরে যাওয়ার পরামর্শ জারি রয়েছে এখনও। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

/এমএইচ

Exit mobile version