Site icon Jamuna Television

অপপ্রচার চালিয়ে তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা যাবে না: রিজভী

অপপ্রচার চালিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, গত ১৬ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। তার যোগ্য নেতৃত্বেই গত বছরের ৫ আগস্ট স্বৈরতন্ত্রের পতন হয়।

অথচ মিটফোর্ডে পূর্ব পরিকল্পিত একটা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তারেক রহমানের বিরুদ্ধে কিছু রাজনৈতিক দলের নেতারা যাচ্ছেতাই বক্তব্য দিয়ে যাচ্ছেন অভিযোগ বিএনপির এ নেতা বলেন, যা খুবই দুঃখজনক ও অনভিপ্রেত ঘটনা।

জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক দল আয়োজিত মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী আরও বলেন, নির্বাচন ঠেকাতে দেশে নানাবিধ চক্রান্ত চলছে। কিছু দল গণতান্ত্রিক রাজনীতি পছন্দ করে না। তারা চায় না দেশের সুষ্ঠু ভোট হোক। কারণ, ভোটের মাধ্যমে জয় লাভ করার সামর্থ্য তাদের নেই।

/এমএন

Exit mobile version