Site icon Jamuna Television

জামায়াত প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ কেন অবৈধ হবেনা জানতে চেয়ে হাইকোর্টের রুল

জামায়াতে ইসলামির ২৫ জন প্রার্থীর নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশনের দেয়া সিদ্ধান্ত কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সাথে চার সপ্তাহের মধ্যে এ রুলের নিষ্পত্তি করতে ইসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এ আদেশের প্রেক্ষিতে জামায়াতের আইনজীবী জানিয়েছেন জামায়াত নেতাদের নির্বাচনে অংশগ্রহণ করতে আর কোন বাধা নেই।

আজ বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ রিটের শুনানি শেষে এ রুল জারি করে হাইকোর্ট। বুধবার হাইকোর্টে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর।

তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, মো. আলী হোসেন, মো. এমদাদুল হক ও হুমায়ুন কবির
এ রিট আবেদনটি করেন। আবেদনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিবকে বিবাদী করা হয়েছে।

রিটে ‘ধানের শীষ’ প্রতীকে ২২ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিন জামায়াত প্রার্থীর ভোটে অংশগ্রহণের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়।

ঐক্যফ্রন্ট থেকে প্রার্থী হওয়া ২২ জনসহ ২৫ জামায়াত নেতা হলেন-

১/ ঢাকা-১৫ আসনে ডা. শফিকুর রহমান ২/ সিরাজগঞ্জ-৪ রফিকুল ইসলাম খান ৩/ খুলনা-৬ আবুল কালাম আজাদ ৪/ কুমিল্লা-১১ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ৫/ খুলনা-৫ মিয়া গোলাম পরোয়ার ৬/ কক্সবাজার-২ হামিদুর রহমান আযাদ ৭/ পাবনা-৩ আনোয়ারুল ইসলাম ৮/ পাবনা-৫ ইকবাল হোসাইন ৯/ যশোর-২ আবু সাঈদ মো. শাহাদাত হোসাইন ১০/ ঠাকুরগাঁও-২ আবদুল হাকিম ১১/ দিনাজপুর-১ আবু হানিফ ১২/ দিনাজপুর-৬ আনোয়ারুল ইসলাম ১৩/ নীলফামারী-৩ আজিজুল ইসলাম ১৪/ গাইবান্ধা-১ মাজেদুর রহমান ১৫/ সাতক্ষীরা-২ মুহাদ্দিস আবদুল খালেক ১৬/ সাতক্ষীরা-৪ গাজী নজরুল ইসলাম ১৭/ পিরোজপুর-১ শামীম সাঈদী ১৮/ নীলফামারী-২ মো. মনিরুজ্জামান ১৯/ ঝিনাইদহ-৩ মতিয়ার রহমান ২০/ বাগেরহাট-৩ ওয়াদুল শেখ ২১/ বাগেরহাট-৪ আসনে আবদুল আলীম ২২/ চট্টগ্রাম-১৫ আসনে শামসুল ইসলাম।

স্বতন্ত্র থেকে প্রার্থী হওয়া তিনজন

২৩/ চাঁপাইনবাবগঞ্জ-৩ নুরুল ইসলাম বুলবুল ২৪/ চট্টগ্রাম-১৬ জহিরুল ইসলাম ২৫/ পাবনা-১ আসনে নাজিবুর রহমান মোমেন

Exit mobile version