Site icon Jamuna Television

গোপালগঞ্জের ঘটনার আগাম তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফাইল ছবি।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোপালগঞ্জে যে এতো বড় ঘটনা ঘটবে, সে তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না। তবে ভবিষ্যতে এ ধরণের ঘটনা এড়াতে নির্দেশনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত এবং নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। এখানে কোনো রাজনৈতিক পরিচয় দেখা হবে না।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে যেকোনো দল প্রশ্ন করতে পারে। এক্ষেত্রে সরকারের বলার কিছু নেই।

/আরএইচ

Exit mobile version