Site icon Jamuna Television

গাজীপুরে আগুনে পুড়ে গেছে ১৮৩ ঘর

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের চক্রবর্তী এলাকায় এক অগ্নিকান্ডে পুড়ে গেছে শ্রমিক কলোনীর ১৮০টি ঘর ও এর মালামাল।
আজ বৃহস্পতিবার ভোর রাতের দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ইপিজেড থেকে ৩টি ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে সোয়া ২ ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওই সব কলোনীর টিন দিয়ে তৈরী ১৮৩টি কক্ষ ও আসবাবপত্র পুড়েছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটে নি।

ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল হামিদ জানান, ভোর রাতে আনোয়ারা বেগমের মালিকানাধীন শ্রমিক কলোনীর একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন মূহূর্তেই আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই কর্মকর্তা।

Exit mobile version