Site icon Jamuna Television

সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে: বিএনপি নেতা সালাহউদ্দিন

ফাইল ছবি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দলটির রাজনৈতিক অনভিজ্ঞতাকে দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদলের এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

এ সময় দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করেন বিএনপির এ নেতা। তিনি বলেন, এ সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। পরিকল্পিত ইস্যু তৈরি করে বিএনপির নামে অপপ্রচারের চেষ্টা হচ্ছে।

একটি মহল ভোট বানচালের চেষ্টা করছে অভিযোগ করে সালাহউদ্দিন বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে এখনও নির্দেশনা না দেওয়া দুঃখজনক। ভোট বানচাল ও বিলম্বিত করতে একটি মহল চেষ্টা করছে। তাদের বিষয়ে এ সরকারের সতর্ক থাকতে হবে।

এ সময় নির্বাচন বিলম্বিত করতে ইস্যু তৈরি করা হতে বিরত থাকতে এনসিপির প্রতি আহ্বানও জানান তিনি। সালাহউদ্দিন বলেন, জাতীয় ঐক্যে যেন ফাটল না ধরে তার জন্য সবাইকে সজাগ থাকতে হবে। নতুন করে শপথ নিতে হবে।

/এটিএম

Exit mobile version