‘ভোটের আগে প্রশাসনে শুদ্ধি অভিযান না চালালে জনগণ নিরাপদ নয়’

|

ফাইল ছবি

গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা। সমাবেশে গোপালগঞ্জের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সংগঠনটির শীর্ষ নেতারা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বাদ আসর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে অবস্থান নিয়ে সমাবেশ করেন তারা।

সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, মঞ্চ ভাঙচুর করে, অবরুদ্ধ করা হয়েছে জুলাই যোদ্ধাদের। এটি পরিকল্পিত সহিংসতা। এই আক্রমণ গোটা জাতিকে আতঙ্কিত করে তুলেছে। হামলার সময় পুলিশ প্রশাসন কী করেছে জনগণ দেখেছে। নির্বাচনের আগে প্রশাসনে শুদ্ধি অভিযান না চালালে দেশ নিরাপদ থাকবে না। এ সময় গোপালগঞ্জের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেরন তিনি।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের ঘুম হারাম করে দেয়া হবে। আপনার কথার বাস্তবায়ন দেখতে চাই। দ্বিতীয়বার এমন কিছু হলে আমরা বুঝবো যে আপনার উখের কথার সাথে কাজের মিল নেই।

এই ন্যাক্কারজনক হামলায় কারা জড়িত, তা অন্তর্বর্তীকালীন সরকারের স্পষ্ট করে প্রকাশ করা উচিত বলে মনে করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেন, শুধু পুলিশ প্রত্যাহার করলেই হবে না, স্বরাষ্ট্র উপদেষ্টাকেও অপসারণ করতে হবে।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply