Site icon Jamuna Television

বাংলাদেশিদের যথেষ্ট পরিমাণে ভারতীয় ভিসা দেয়া হচ্ছে: রণধীর জয়সওয়াল

সুকান্ত চট্টোপাধ্যায়, কলকাতা প্রতিনিধি :

বাংলাদেশি নাগরিকদের ভারতে আসার জন্য উল্লেখযোগ্য সংখ্যক ভিসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বৃহস্পতিবার (১৭ জুলাই) নয়াদিল্লীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি জানান, বাংলাদেশি নাগরিকদের এখন যথেষ্ট পরিমাণে (‘সাবস্টেনশিয়াল নাম্বারস’) ভারতীয় ভিসা দেওয়া হচ্ছে। গত বছরের জুলাই-অগাস্ট থেকেই বাংলাদেশে ভারতের স্বাভাবিক ভিসা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। ভারতের ভিসা পাওয়া যাচ্ছিল না বলে অনেক বাংলাদেশি নাগরিককেই চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

তিনি আরও বলেন, আমরা তো (বাংলাদেশে) ভিসা দিচ্ছি। নানা কারণেই ভিসা দেওয়া হচ্ছে, অনেক পরিমাণে দেওয়া হচ্ছে। যেসব কারণে ভিসা দেওয়া হচ্ছে, তারমধ্যে মেডিক্যাল ইস্যু বা ইমার্জেন্সি আছে, ছাত্রছাত্রীদের ভিসা আছে।

তবে ভারত সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশিদের ঠিক কত সংখ্যক ভিসা দিয়েছে এ বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, এটা আমাকে জেনে বলতে হবে।

বাংলাদেশের গোপালগঞ্জে বুধবার যে সহিংসতার ঘটনা ঘটেছে, এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই অঞ্চলে যে কোনো বড় ঘটনার দিকেই আমরা সতর্ক নজর রাখি, সেটা আমলে নিই এবং তার পরিপ্রেক্ষিতে যা করণীয় সেটা করাও হয়।

তিনি আরও জানান, মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বারের মতো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার মাত্র ছয় মাসের মধ্যে বিপুল সংখ্যক ভারতীয়কে সেখানে থেকে ফেরত পাঠানো হয়েছে। এ বছরের ২০ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত মার্কিন কর্তৃপক্ষ ১,৫৬৩ জন ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে। ভারতীয় নাগরিকদের বেশিরভাগকেই বাণিজ্যিক বিমানে ফেরত পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version