
রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে তিন সন্তানের পর বাবা মো. রিপনেরও (৩৫) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত পৌনে বারোটার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়। এ ঘটনায় একই পরিবারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজনে।
এর আগে, সোমবার (১৪ জুলাই) রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রিপনের শিশু মেয়ে আয়েশা। পরে মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আয়েশার ভাই রোকন। এবং বুধবার (১৬ জুলাই) শিশুর আরেক ভাই তামিমের মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, মারা যাওয়া ৩ সন্তানের মা চাঁদনী ৪৫ শতাংশ দগ্ধ নিয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। দগ্ধের পরিমাণ বেশি থাকায় তার অবস্থাও আশঙ্কাজনক।
উল্লেখ্য, গত শুক্রবার (১১ জুলাই) ভোররাতে পুরান ঢাকার সূত্রাপুরের কাগজিটোলা এলাকায় সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই পরিবারের পাঁচ সদস্যের সবাই দগ্ধ হন।
/এএম
 
				
				
				
 
				
				
			


Leave a reply