Site icon Jamuna Television

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় মামলা দায়ের

ফাইল ছবি।

গোপালগঞ্জে পুলিশি কাজে বাধা এবং হামলার ঘটনায় ৭৫ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও চারশ’ জনকে।

শুক্রবার (১৮ জুলাই) গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে গোপালগঞ্জের পরিস্থিতি এখনও থমথমে। এখনও চলছে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান। সহিংসতার ঘটনায় আরও ২০ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে আটকের সংখ্যা দাঁড়ালো ৪৫ জনে।

আজ শুক্রবার সকাল ১১টা থেকে কারফিউ শিথিল করা হয়েছে। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবারও বলবৎ হবে কারফিউ। এই সময় আরও বাড়ানো হবে কিনা তা পরবর্তীতে জানানো হবে। কারফিউ চলায় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। বিভিন্ন স্থানে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। মোতায়েন রয়েছে সেনাবাহিনীও।

উল্লেখ্য, গত বুধবার গোলাপগঞ্জে এনসিপির পদযাত্রাকে ঘিরে দিনভর সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়। ওইদিন সন্ধ্যায় হাসপাতাল সূত্র নিহতের বিষয়টি নিশ্চিত করে। নিহতরা হলেন দীপ্ত সাহা, রমজান কাজী, সোহেল ও ইমন তালুকদার। আজ ঢামেকে আরও একজনের মৃত্যু হয়। নিহত ওই ব্যক্তির নাম রমজান মুন্সি। তাকে নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচে।

/এমএইচ

Exit mobile version