Site icon Jamuna Television

পিআর না বুঝলে রাজনীতি করার দরকার নেই: নুর

ফাইল ছবি

ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামোর বিলোপ এবং শাসনতন্ত্র পরিবর্তনের জন্য সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) নির্বাচনের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, যারা পিআর বোঝে না, তাদের রাজনীতি করার দরকার নেই। যারা বোঝে, তারাই রাজনীতি করবে।

আজ শুক্রবার (১৮ জুলাই) বিকেলে মেরুল বাড্ডায় ‘৩৬ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ’ স্মরণে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, গণঅভ্যুত্থানের অংশীজনদের বিভাজনের ফলে পতিত ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। গোপালগঞ্জে তার আলামত দেখা গেছে। রাজনীতিতে নতুন দল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ওপর হামলা হয়েছে। এজন্য একতাবদ্ধ থাকতে হবে, তা না হলে আমরা পরাজিত হবো।

এ সময় তিনি রাজনৈতিক দলগুলো একে অপরের প্রতি যেসব স্লোগান দিচ্ছে, তার সমালোচনা করেন নুর। বলেন, জঘন্য ও নোংরা ভাষায় সমালোচনা করলে রাজনীতিতে পরস্পরের প্রতি সহাবস্থান থাকবে না।

/এসআইএন

Exit mobile version