Site icon Jamuna Television

ছেলের সামনে ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের লালপুরে ছেলের চোখের সামনেই ট্রেনে কাটা পড়ে মারা গেছেন মায়া (৬০) নামে এক বৃদ্ধা। শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আব্দুলপুর রেলস্টেশনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মায়া রাজশাহীর নন্দনগাছি এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মায়া তার স্বামীর বাড়ি থেকে আব্দুলপুর রেলস্টেশনে আসেন রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনে উঠার জন্য। ওই সময় তার ছেলে সঙ্গে ছিলেন। ট্রেন আসার মুহূর্তে তারা রেললাইন পার হচ্ছিলেন। ছেলে তাড়াহুড়ো করে প্ল্যাটফর্মে উঠতে পারলেও মায়া পিছিয়ে পড়েন। ঠিক তখনই স্টেশনে ঢুকে পড়ে ট্রেনটি। ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ঐ বৃদ্ধার মৃত্যু হয়।

এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। এবিষয়ে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

/এএস

Exit mobile version