Site icon Jamuna Television

বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না: মঈন খান

স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশের কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেয়া। তাই অত্যাবশ্যকীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব গণতন্ত্র ফিরিয়ে দেয়া উচিত।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নরসিংদীর পাঁচদোনা মোড়ে আয়োজিত নরসিংদী কারা বিদ্রোহের বার্ষিকীতে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আব্দুল মঈন খান বলেন, বিএনপি আন্দোলন করেছে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য—ক্ষমতার লোভে নয়। তারেক রহমান লন্ডনে বসে গণতন্ত্রের আন্দোলনকে সুসংগঠিত করেছেন।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না—এটা বারবার প্রমাণিত হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের এক বছরে গণতন্ত্রের জন্য আরও সুসংগঠিত হতে হবে।

উল্লেখ্য, জেলার জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য ও যুদ্ধাহতদের মধ্যে বিএনপির পক্ষ থেকে অনুদান তুলে দেন ড. আব্দুল মঈন খান।

/এসআইএন

Exit mobile version