Site icon Jamuna Television

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে তিনটি ব্রোঞ্জ পেল বাংলাদেশ

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) এবার ৩টি ব্রোঞ্জ পদক ও ৩টি সম্মানজনক স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের শিক্ষার্থী। গণিতের ৬৬তম বিশ্ব আসরে দলীয়ভাবে মোট ১১৩ নম্বর পেয়েছে বাংলাদেশ দল।

ব্রোঞ্জ পদকপ্রাপ্ত ৩ জনের মধ্যে, চট্টগ্রাম বাকলিয়া সরকারি কলেজের জিতেন্দ্র বড়ুয়া পেয়েছেন ২৪ নম্বর, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের জাওয়াদ হামীম চৌধুরী পেয়েছেন ২২ নম্বর এবং ময়মনসিংহ জিলা স্কুলের তাহসিন খান পেয়েছেন ২১ নম্বর।

এছাড়াও সম্মানজনক স্বীকৃতিসহ রাজউক উত্তরা মডেল কলেজের এম জামিউল হোসেন পেয়েছে ১৮, ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মনামী জামান পেয়েছে ১৫, চট্টগ্রাম কলেজের মো. রায়হান সিদ্দিকী পেয়েছে ১৩।

গত ১৫ এবং ১৬ জুলাই দুইদিন পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই দিনে শিক্ষার্থীদের জ্যামিতি, কম্বিনেটরিক্স, নাম্বার থিউরি ও বীজগণিতের মোট ৬টি গণিত সমাধান করতে হয়।

এই প্রতিযোগিতায় প্রতিটি দেশ থেকে প্রাক্–বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে সর্বোচ্চ ছয় জন প্রতিযোগী অংশ নিতে পারে। গত ১৪ জুলাই উদ্বোধনী পর্বের মাধ্যমে শুরু হয় ৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড এবং ১৯ জুলাই সমাপনীর মাধ্যমে শেষ হবে এবারের আয়োজন।

/এএস

Exit mobile version