Site icon Jamuna Television

অভ্যুত্থানের পর জনগণের অধিকার প্রতিষ্ঠায় ‘নতুন বন্দোবস্ত’ প্রয়োজন: জোনায়েদ সাকি

ফাইল ছবি

জুলাই অভ্যুত্থানের পর জনগণের অধিকার প্রতিষ্ঠায় ‘নতুন বন্দোবস্ত’ প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জে ‘জুলাই সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় ক্ষমতা ব্যবহার করে ধনসম্পদ আহরণের বিদ্যমান ব্যবস্থা পরিবর্তন করে, জনগণের সম্মতি নিয়ে সংস্কারের মাধ্যমে নির্বাচনের তাগিদ দেন জোনায়েদ সাকি। তার মতে, এটাই নতুন বন্দোবস্ত।

দেশের বর্তমান পরিস্থিতিকে একটি জাতীয় সংকট মুহূর্ত হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, প্রতিবেশী দেশসহ বিভিন্ন শক্তি এখনও পতিত ফ্যাসিস্টদের পৃষ্ঠপোষকতা করছে এবং ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আইনশৃঙ্খলা বিষয়ে সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী।

/এসআইএন

Exit mobile version