Site icon Jamuna Television

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে জয় পেলো মায়ামি

সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে ম্যাক্স সিক্সটি টি-টেন লিগের ম্যাচে জয় পেয়েছে তার দল মায়ামি ব্লেজ। গ্র্যান্ড কেইম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে তারা।

শুক্রবার (১৮ জুলাই) জিমি পাওয়েল ওভালে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে মায়ামি ব্লেজার্স। জবাবে খেলতে নেমে ফেলকন্সরা ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৯৭ রান করতে সক্ষম হয়।

১০ ওভারের এই টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে আগে ব্যাটিং করে মায়ামি ব্লেজ। সাকিব আল হাসান ব্যাট হাতে ওপেনিংয়ে নেমে খেলেছেন ঝড়ো এক ইনিংস। মাত্র ১১ বলে ২ ছক্কা ৩ চারে ২৯ রান করেছেন সাকিব।

তিন নম্বরে নেমে অধিনায়ক অ্যাঞ্জেলো পেরেরা ২২ বলে ৪৫ রান করলে; ৫ উইকেটে ১১০ রান করে মায়ামি। বল হাতেও ভালোই করেন সাকিব। নির্ধারিত দুই ওভার বোলিং করে ১৯ রান দিয়ে নেন এক উইকেট।

/এমএইচআর

Exit mobile version