
ক্লাব বিশ্বকাপের পর থেকেই গুঞ্জন ছিল ননি মাদুয়েকেকে দলে নিতে যাচ্ছে আর্সেনাল। অবশেষে সেই জল্পনা সত্যি হলো। চেলসি ছেড়ে আর্সেনালে যোগ দিয়েছেন এ ইংলিশ উইঙ্গার । তাকে পেতে সাড়ে ৪৮ মিলিয়ন পাউন্ড খরচ হয়েছে গানারদের।
শুক্রবার (১৮ জুলাই) ইনস্টাগ্রামে চেলসি ছাড়ার ঘোষণা দেন মাদুয়েকে। এর কিছুক্ষণ পরই তাকে দলে নেয়ার বিষয়টি জানায় আর্সেনাল।
মাদুয়েকে বলেন, আমি ডেকলান রাইস, মাইলস, বুকায়ো সাকা, এমনকি জুরিয়েনের সাথেও কথা বলেছি; এবং তারা সকলেই ক্লাব এবং এখানকার সংস্কৃতি সম্পর্কে বলেছেন। এটি উষ্ণ এবং এটা একটা পরিবার।
এদিকে, আর্সেনাল কোচ আর্তেতা বলেছেন, ননি মাদুয়েকে প্রিমিয়ার লিগে সেরাদের একজন, এটা স্পষ্ট।
২৩ বছর বয়সী এই ফুটবলারের সাথে পাঁচ বছরের চুক্তি করেছে গানাররা। ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেন থেকে ২০২৩ সালের জানুয়ারিতে তিন কোটি পাউন্ডে চেলসিতে যোগ দিয়েছিলেন মাদুয়েকে।
স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটির হয়ে ৯২ ম্যাচে ২০টি গোল ও ৯টি অ্যাসিস্ট করেছেন তিনি। ক্লাব বিশ্বকাপের আগে এই মৌসুমে জিতেছেন উয়েফা কনফারেন্স লিগের শিরোপা।
/এমএইচআর



Leave a reply