
কনসার্টে সহকর্মীকে আলিঙ্গনের ভিডিও ভাইরাল হওয়ার সেই মার্কিন প্রযুক্তি সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ডি বাইরনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে বিবিসি।
ইন্টারনেটে এই আলিঙ্গন নিয়ে তোলপাড় শুরু হওয়ার দুই দিন পর শুক্রবার (১৮ জুলাই) রাতে, সংশ্লিষ্ট সংস্থা ‘অ্যাস্ট্রোনমার’ তাদের এক্স অ্যাকাউন্টে একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে সংস্থাটি নিশ্চিত করেছে, তাদের সিইও অ্যান্ডি বাইরনকে ছুটিতে পাঠানো হয়েছে।
অ্যাস্ট্রোনমারের বিবৃতিতে বলা হয়েছে, অ্যাস্ট্রোনমার প্রতিষ্ঠার পর থেকে যে মূল্যবোধ ও সংস্কৃতি আমাদের পথ দেখিয়েছে, আমরা তার প্রতি অঙ্গীকারবদ্ধ। আমাদের নেতাদের কাছ থেকে আচরণ ও জবাবদিহির সর্বোচ্চ মান আশা করা হয়। পরিচালনা পর্ষদ বিষয়টি নিয়ে একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে এবং খুব শিগগিরই আমরা বিস্তারিত তথ্য জানাব।
প্রসঙ্গত, ঘটনাটি ঘটে গত বুধবার রাতে বোস্টনে কোল্ডপ্লে-এর একটি কনসার্টে। কনসার্টের বিশাল স্ক্রিনে যখন দর্শক সারির মধ্যে থেকে এক যুগলকে একে অপরকে জড়িয়ে ধরে দুলতে দেখা যায়, তখন তাদের মুখাবয়ব হাজার হাজার দর্শকের সামনে চলে আসে। নিজেদের চেহারা উন্মোচিত হতে দেখে ওই যুগল দ্রুত ক্যামেরা থেকে মুখ লুকিয়ে ফেলেন। এই দৃশ্যটি তাৎক্ষণিকভাবে দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পেছনে কোল্ডপ্লে-এর প্রধান গায়ক ক্রিস মার্টিনের মন্তব্য বড় ভূমিকা রেখেছে। যুগলকে লুকিয়ে যেতে দেখে মার্টিন জনতাকে উদ্দেশ করে বলেন, ‘হয় তারা পরকীয়ায় লিপ্ত, অথবা খুবই লাজুক!’
ক্রিস মার্টিনের এই মন্তব্য অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়ে এবং এটিই ওই যুগলের মধ্যে ‘পরকীয়া’র গুজব উসকে দেয়। প্রাথমিকভাবে টিকটকে পোস্ট করা ভিডিওটি লাখ লাখ ভিউ পায় এবং পরবর্তীতে অন্যান্য প্ল্যাটফর্মেও ছড়িয়ে পড়ে। এটি নিয়ে এরই মধ্যে অসংখ্য মিম তৈরি হয়েছে। টেলিভিশন অনুষ্ঠানেও চলছে রসিকতা।
তবে, সিইও অ্যান্ডি বাইরন এখন পর্যন্ত কোনো ব্যক্তিগত স্টেটমেন্ট দেয়নি বলেও জানিয়েছে মার্কিন এই প্রযুক্তি সংস্থা। এছাড়া ভিডিওর নারীটিকে সংস্থার প্রধান মানবসম্পদ কর্মকর্তা (সিপিও) ক্রিস্টিন ক্যাবট বলে অনলাইনে দাবি করা হলেও এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
/এমএইচ
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply