Site icon Jamuna Television

এসিসির বার্ষিক সভা বয়কটের হুমকি ভারতের, অনিশ্চয়তা এশিয়া কাপেও

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু নির্ধারিত হয়েছিল ঢাকায়। ভারতীয় দলের বাংলাদেশ সফর স্থগিত করার পর এসিসির সভাও অন্যত্র সরিয়ে নেয়ার আবেদন জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড— বিসিসিআই। তবে, তাদের আবেদনে সাড়া না দেওয়ার অভিযোগ এসিসির সভাপতি মহসিন নাকভির বিরুদ্ধে। সব মিলিয়ে এই সভা বয়কটের হুমকিসহ এশিয়া কাপও পড়েছে অনিশ্চয়তার মুখে। খবর, ভারতীয় সংবাদ সংস্থা এএনআই’র।

বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দেশ ভারতের রাজনৈতিক বৈরিতা তৈরি হওয়ায় তারা এসিসির এজিএম ভেন্যু নিয়ে আপত্তি জানায়।

এদিকে, এসিসির প্রধান একইসঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পিসিবির সভাপতি মহসিন নাকভি। তিনি বিসিসিআইয়ের আবেদনে কোনো প্রতিক্রিয়া জানাননি। সে কারণেই নাকি বিসিসিআই এসিসির আসন্ন সভা বয়কটের চিন্তা করছে।

চলতি বছরের এশিয়া কাপের আয়োজন নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ছয়দলের এই টুর্নামেন্টের আয়োজক ভারত। কিন্তু এসিসি এখনও এশিয়া কাপের সূচি কিংবা ভেন্যুর ঘোষণা দেয়নি।

এক সূত্র এএনআই–কে জানিয়েছেন, ‘যদি ঢাকা থেকে এসিসি সভার ভেন্যু সরানো হয় তবেই এশিয়া কাপ হবে। এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি বিষয়টি নিয়ে ভারতের ওপর অপ্রয়োজনীয় চাপ প্রয়োগ করতে চাচ্ছেন। আমরা তাকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়েছিলাম, কিন্তু কোনো প্রতিক্রিয়াই পাইনি এখনও। শেষ পর্যন্ত যদি মহসিন ঢাকায় সভাটির আয়োজন করেন বিসিসিআই তা বয়কট করবে।’

সবশেষ ২০২৩ এশিয়া কাপের আয়োজক পাকিস্তান হলেও ভারতের কারণে তা অনুষ্ঠিত হয় হাইব্রিড মডেলে। যেখানে রোহিত-কোহলিরা ম্যাচ খেলেন শ্রীলঙ্কায়। সেখানেই তারা স্বাগতিক লঙ্কানদের হারিয়ে এশিয়া কাপের শিরোপা জেতে। একইভাবে চলতি বছর পাকিস্তানের মাটিতে হওয়া চ্যাম্পিয়নস ট্রফিও আয়োজন করা হয় হাইব্রিড মডেলে। ভারতের ম্যাচসহ টুর্নামেন্টের ফাইনালও হয়েছে দুবাইতে।

/এমএইচআর

Exit mobile version