Site icon Jamuna Television

গোপালগঞ্জের সহিংসতায় গ্রেফতার আরও ৭৭, কারফিউ শিথিলে স্বাভাবিক জনজীবন

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় নতুন করে গ্রেফতার করা হয়েছে আরও ৭৭ জনকে। এ নিয়ে ৩ দিনে গ্রেফতারের সংখ্যা গিয়ে দাঁড়ালো ২৫১। তবে উদ্বেগ উৎকণ্ঠা কাটিয়ে অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে জেলার পরিস্থিতি। কারফিউ শিথিল থাকায় খুলেছে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান।

শনিবার (১৯ জুলাই) সারাদিনের জন্য শিথিল করা হয়েছে কারফিউ। তাই এদিন সকাল থেকেই বেশিরভাগ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে।

এদিকে, প্রায় তিন দিন পর ঘর থেকে বের হয়ে যেন স্বস্থির নিঃশ্বাস ফেলছেন সেখানকার সাধারণ মানুষ। প্রাণচাঞ্চল্য ফেরার সঙ্গে শহরজুড়ে ফিরে এসেছে মুখরিত রূপ।

তবে, কারফিউ না থাকলেও শহরজুড়ে টহল অব্যাহত রেখেছে সেনাবাহিনী। গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। নতুন করে সংঘাতের শঙ্কাও কেটেছে জনমনে। দিনে স্বাভাবিক চলাফেরা থাকলেও ভর করেছে গ্রেফতারের আতঙ্ক।

উল্লেখ্য, বুধবারের সংঘাত-সহিংসতার ঘটনায় গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া থানায় দায়ের করা আলাদা তিন মামলায় আসামির সংখ্যা দাঁড়িয়েছে প্রায় দেড় হাজার।

/এমএইচআর

Exit mobile version