Site icon Jamuna Television

দেশ সুন্দরভাবে পরিচালনার জন্য নির্বাচিত সরকার দরকার: দুলু

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে বৈঠক করেছেন, তখনই একটি রাজনৈতিক দল মনে হলো ভেঙে পড়েছে। এই বৈঠক সেই রাজনৈতিক দল মেনে নিতে পারছে না। সেই রাজনৈতিক দলের অতীত ইতিহাস নিয়ে অনেক বিতর্ক আছে।

আজ শনিবার (১৯ জুলাই) দুপুরে নাটোরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর জেলা শাখার কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, একটা দেশ সুন্দরভাবে পরিচালনার জন্য নির্বাচিত সরকার দরকার। দেশের জনগণ ভোট দিয়ে যাদের ক্ষমতায় বসাবে, সেই দলের নেতা প্রধানমন্ত্রী হবে।

তিনি আরও বলেন, এ দেশের জনগণ তিনশ’ আসনের মধ্যে বিএনপিকে যদি ২৫০ আসনে ভোট দিয়ে নির্বাচিত করে, তারপরেও তারেক রহমান সকল রাজনৈতিক দলকে নিয়ে দেশ পরিচালনা করবেন।

সম্মেলনে জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান বলেন, তারেক রহমান বলেছেন, একটা অদৃশ্য শক্তি আমাদের পেছন থেকে ছুরি মারবে।

বিগত কয়েকদিনের হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশকে নিয়ে ষড়যন্ত্র অব্যাহত আছে, যাতে দেশে নির্বাচন বিলম্বিত হয়। কারণ ষড়যন্ত্রকারীরা জানে, নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে।

/এসআইএন

Exit mobile version