জুলাই ঘোষণাপত্র ও সনদ ভবিষ্যৎ রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ: বিশ্লেষক মত

|

মাঈনুল মারুফ:

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পেরোতে চললেও এখনও জুলাই ঘোষণাপত্র হয়নি। সরকারিভাবেই ঘোষণাপত্রের কাজ চলছে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মতামত নেয়া হচ্ছে।

ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা নিয়ে সোচ্চার সুপ্রিমকোর্টের আইনজীবী শিশির মনির বলছেন, দেরিতে হলেও বিপ্লব বা অভ্যুত্থানের এই স্বীকৃতি প্রয়োজন।

উল্লেখ্য, ঘোষণাপত্র হলো এমন একটি নথি যেখানে আন্দোলন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দাবি, রাষ্ট্র সংস্কারের রূপরেখা ও ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশনা থাকে। বিপ্লব বা অভ্যুত্থানের পর ঘোষণাপত্র একটি আইনি স্বীকৃতি।

অন্যদিকে, জুলাই সনদ হলো একটি প্রতিশ্রুতি। জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার কমিশন প্রস্তাবগুলোর মধ্যে ঐকমত্য হওয়া বিষয়গুলো জুলাই সনদে উঠে আসবে।

শিশির মনির বলেছেন, অভ্যুত্থানের কারণে এই মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। বড় বড় রাজনৈতিক দলগুলো এখন কার্যক্রম চালাচ্ছে এবং অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। এর জন্য কৃতজ্ঞতাবোধ থাকতে হবে। জুলাই বিপ্লব ও অভ্যুত্থানের লিখিত স্বীকৃতি দিতে হবে।

এদিকে, এরইমধ্যে রাষ্ট্র সংস্কারে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ প্রায় শেষের দিকে। বেশিরভাগ সংস্কার প্রস্তাবেই দলগুলো একমত। দ্বিমত থাকা বিষয়গুলো নিয়ে এখনও আলোচনা চলছে। এখান থেকেই ‘জুলাই সনদ’ তৈরি হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মো. মাহবুবুর রহমান বলেন, জুলাই ঘোষণাপত্র ও সনদ দুটিই বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ। এর জন্য কোনো না কোনো স্তরে ঐকমত্য প্রয়োজন। সনদ ও ঘোষণাপত্র ছাড়া অভ্যুত্থান অর্থপূর্ণ হবে না।

সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, ঘোষণাপত্র আর সনদ রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে হতে হবে। জুলাই সনদ দলগুলোর কাছে অকাট্য দলিল হিসেবে বিবেচিত হবে। কোনও দল ক্ষমতায় গেলে এই সনদের বাহিরে যেতে পারবে না।

জুলাই সনদ ও ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সংবিধানে একটি তফসিল রয়েছে। যেখানে জরুরি অবস্থা সম্পর্কিত বিধানাবলী করা যায়। রাজনৈতিক দলগুলো ঐকমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র দিলে তা সংবিধানের ওই অংশে সংযুক্ত হওয়া সম্ভব।

চলতি বছরের জুলাই-আগস্টের মধ্যেই ঘোষণাপত্র আর সনদ প্রস্তুতের ব্যাপারে আশাবাদী অন্তর্বর্তী সরকার।

/আরএইচ/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply