Site icon Jamuna Television

সহিংসতা পরিহারে সামাজিক মাধ্যমে মার্কিন দূতাবাসের প্রচার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা পরিহারের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার চালাচ্ছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বুধবার ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একাধিক পোস্টের মাধ্যমে বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো হয়।

দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে তরুণদের উঁচিয়ে ধরা লাল-সবুজ পতাকার ওপর ‘শান্তির বীজ বপন করুন’, ‘যেমন কর্ম তেমন ফল’ স্লোগান লেখা হয়েছে। এই পোস্টের সঙ্গে ইংরেজিতে লেখা কিছু হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে। যেগুলোর বাংলা অর্থ দাঁড়ায়-সহিংসতা পরিহার করুন, শান্তিপূর্ণভাবে ভোট দিন।

এ ছাড়া অপর একটি পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে একটি অনুষ্ঠানে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলারের দেয়া বক্তব্য পোস্ট করা হয়েছে। রাষ্ট্রদূতের সঙ্গে ওই অনুষ্ঠানে উপস্থিত তরুণদের ছবিও প্রকাশ করা হয় দূতাবাসের অফিসিয়াল পেজে।

ওই অনুষ্ঠানে রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেছেন- রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গণতন্ত্রের সফলতা নির্ভর করে। আমরা আশা করি বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন হবে।

Exit mobile version