ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গতকাল শুক্রবার (১৮ জুলাই) সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টায় অবরুদ্ধ গাজা উপত্যকায় ৯০টি বিমান হামলা চালিয়েছে। গাজা উপত্যকার আয়তন মাত্র ৩৬৫ বর্গকিলোমিটার (১৪০ বর্গমাইল)।
ইসরায়েল দাবি করেছে যে তারা সামরিক স্থাপনা এবং ভূগর্ভস্থ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে, তবে তারা কোনো প্রমাণ বা হামলার সঠিক অবস্থানের বিবরণ দেয়নি।
গত কয়েকদিনে ইসরায়েলি বাহিনী আল-মাওয়াসিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাবুতে হামলা চালিয়েছে, যেখানে ফিলিস্তিনিদেরই সরে যেতে নির্দেশ দেয়া হয়েছিল। এছাড়া গাজা শহরের একমাত্র ক্যাথলিক গির্জাও তাদের হামলার শিকার হয়েছে।
সূত্র: আল জাজিরা।
/এআই

