বাসায় ফিরেছেন জামায়াত আমির

|

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরে গেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) রাতে হাসপাতাল থেকে বের হন তিনি। বলেন, জাতির জন্য মনের কথাগুলো আল্লাহর ইচ্ছায় পুরো বলতে পারিনি। ফ্যাসিবাদ বিদায় নিয়েছে লড়াইয়ের মাধ্যমে, দুর্নীতিও বিতাড়িত করতে হবে লড়াইয়ের মাধ্যমেই।

এদিকে তাকে দেখতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক শিষ্টাচার হিসেবে তারেক রহমানের নির্দেশে জামায়াতের আমিরকে দেখতে এসেছি। দেশের বর্তমান প্রেক্ষাপটে ডা. শফিকুর রহমানের সুস্থ থাকা প্রয়োজন।

অন্যদিকে, হাসপাতালে জামায়াত আমিরের চিকিৎসার খোঁজ খবর নেন প্রেস সচিব। নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদের সুস্থতা কামনা করেন তিনি।

এর আগে, দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, তিনি এখন ভালো আছেন। বিশাল সমাবেশে বড় ধরনের কোনো অঘটন ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, প্রোগ্রাম স্থগিত করার উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু আমির সাহেব তা চাননি।

প্রসঙ্গত, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান শফিকুর রহমান। শেষ পর্যন্ত তিনি মঞ্চে বসেই বক্তৃতা শেষ করেন।

এরপর রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা জানান, তার রক্তচাপ ও সুগার লেভেল স্বাভাবিক আছে।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply