Site icon Jamuna Television

টেলিফোনে জামায়াত আমিরের স্বাস্থ‍্যের খোঁজ খবর নিলেন এবি পার্টির চেয়ারম্যান

টেলিফোনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ‍্যের খোঁজ খবর নিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৯টায় তিনি ডা. শফিকুর রহমানকে সরাসরি ফোন করে খোঁজখবর নেন। 

জামায়াত আমিরের একান্ত সহকারী নজরুল ইসলাম জানান, ডা. শফিক বর্তমানে সুস্থ আছেন। হাসপাতালে ডাক্তাররা তার বিস্তারিত চেক আপ করেছেন।

তিনি বর্তমানে বিপদমুক্ত রয়েছেন বলে তাকে হাসপাতাল থেকে রিলিজ করে বাসায় সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু তার হঠাৎ অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেন এবং তার দ্রুত সুস্থতার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন।

/এআই

Exit mobile version