Site icon Jamuna Television

ফরিদপুরে বাসে আগুন

ফরিদপুর করেসপনডেন্ট:

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানায় সড়ক দুর্ঘটনায় জব্দকৃত একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি হাইওয়ে থানা পুলিশ। 

শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে জেলা সদরের কানাইপুর ইউনিয়নের করিমপুর হাইওয়ে থানা সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস গিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, গত ঈদুল আযহার আগে আরএসএফ পরিবহনের বাসটি জেলার মধুখালীতে সড়ক দুর্ঘটনার শিকার হয়। এরপর বাসটি জব্দ করে থানার দেড়শ গজ পশ্চিমে সড়কের পাশে রাখা ছিল। 

বাসটি মালিকপক্ষই লোক রেখে দেখাশুনা করত জানিয়ে তিনি আরও বলেন, আজ দুপুর থেকে তারাও ছিলেন না। রাত সাড়ে ১১টা অথবা ১২টার দিকে জানতে পারি বাসটিতে আগুন লেগেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত বা দুর্বৃত্তরা আগুন দিয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি তিনি।

/এমএইচ

Exit mobile version