Site icon Jamuna Television

পরিবার ফিরে পেতে চায় শিশু আব্দুল্লাহকে

মায়ের কোল খালি করে হারিয়ে গেছে আব্দুল্লাহ আল ইয়াসিন নামের ১২ বছরের এক শিশু। শুক্রবার (১৮ জুলাই) ময়মনসিংহের ফুলবাড়িয়ার এনায়েতপুর থেকে হারিয়ে যায় সে।

মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে পরে আর ফিরে যায়নি বাড়িতে। শিশুটি সব কিছু বলতে পারে। বাবার নাম, রাকিব।

যদি কোনো সহৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পান তবে নিচে দেয়া নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

মোবাইল: ০১৭৭৩৩৭৫৩৬২ ইফরাদ, ০১৭৭০০৯৬৬৭৭ রাকিব, ০১৭২৯৫৬৭৫৯১ মাও.আব্দুল হাকিম।

/এটিএম

Exit mobile version