Site icon Jamuna Television

রাতারাতি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়: বিআরটিএ চেয়ারম্যান

রাতারাতি সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয় বলে স্বীকার করে নিলেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।  বিআরটিতে যোগ দিয়ে আজ রোববার (২০ জুলাই) প্রথমবারের মত ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযানে এসে এমন কথা বলেন তিনি।

বিগত সরকারের আমলে কি হয়েছে সেটি প্রতি গুরুত্ব না দিয়ে সড়ক দুর্ঘটনা রোধে নিয়মিত অভিযানের ওপর জোর দেন তিনি। বলেন, শুধু সড়কে নয় বাস ডিপোগুলোতেও চালানো হবে অভিযান।

এদিন ফার্মগেট এলাকায় অভিযান চালায় বিআরটিএ। জানানো হয়, এ অভিযানে বেশিরভাগ গাড়ির-ই কোন কাগজপত্র মেলেনি। কাগজ না পাওয়া সব গাড়ির বিরুদ্ধেই মামলা করা হবে বলে জানান চেয়ারম্যান ।

তবে চালকদের দাবি, কতৃপক্ষ কাগজ না দিলে তাদের কিছুই করার নেই। বিআরটি থেকে ড্রাইভিং লাইসেন্স পাওয়া নিয়েও বিস্তর অভিযোগ করেন তারা।

/এমএইচ

Exit mobile version