Site icon Jamuna Television

শ্যামপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টাকালে ছাত্রলীগ কর্মী গ্রেফতার

রাজধানীর শ্যামপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে ডিএমপির শ্যামপুর মডেল থানা পুলিশ।

রোববার (২০ জুলাই) ভোরে শ্যামপুর মডেল থানাধীন ঢাকা-মাওয়া মহাসড়কের খন্দকার রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিয়াম সরকার (২২) নামের ওই যুবককে গ্রেফতার করা হয়। অভিযোগ রয়েছে, ঢাকা-মাওয়া মহাসড়কের খন্দকার রোডের মাথায় যুবলীগ নেতা শাকিল বিন সামস ওরফে রাব্বির নির্দেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মী নাশকতার উদ্দেশ্যে একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন ধরানোর চেষ্টা করছিল। খবর পেয়ে শ্যামপুর থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে সিয়াম সরকারকে গ্রেফতার করা সম্ভব হয়। এ সময় রাফসান নামে অপর এক কর্মী কৌশলে পালিয়ে যায়। তবে তার বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

আরও জানায়, এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতকের বিরুদ্ধে শ্যামপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সিয়াম শ্যামপুর এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ও ছাত্রলীগের কর্মী বলে স্বীকার করেছে।

/এসআইএন

Exit mobile version