দক্ষিণ কোরিয়াতে টানা বৃষ্টি, বন্যা আর ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জন। শনিবার (২০ জুলাই) দেশটির দক্ষিণাঞ্চলের গাপিয়ং এলাকায় আরও ২ জনের প্রাণহানি ঘটে।
এলাকাটিতে তুমুল ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে ফায়ার সার্ভিসের প্রকাশিত বিভিন্ন ছবি আর ভিডিওতে। এদিকে বন্যার তোড়ে একটি ব্রিজ ভেসে যাওয়ার সময় এক ব্যাক্তির প্রাণহানি ঘটেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় জরুরী বিভাগ।
আশপাশের গ্রাম থেকে কাদামাটি আর ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে ফায়ার সার্ভিস। দেশটির বিভিন্ন এলাকায় নিখোঁজ আরও ১২ জনকে উদ্ধারের কার্যক্রম চলছে বলেও জানিয়েছে সংস্থাটি।
অপরদিকে প্রতিবেশি হংকংয়ে শুরু হয়েছে ঘূর্নিঝড় টাইফুন উইপহা। ঘণ্টায় ১৬৭ কিলোকিটার বেগে ঝড়ো হাওয়া বইছে অঞ্চলটিতে। বিশেষ সতর্কতা জারির পাশাপাশি বাতিল করা হয়েছে ২শটির বেশি ফ্লাইট।
/এমএইচ

