Site icon Jamuna Television

চালককে মারধর করে মধ্যরাতে থানায় নোবেল

রাজধানীর কল্যাণপুর এলাকায় এক উবার চালককে মারধর করার অভিযোগে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে আটক করে পুলিশ। ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেয়া হয়।

শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে মিরপুর মডেল থানা পুলিশ আটক করে।

থানা সূত্রে জানা যায়, একজন গাড়ি চালকের সঙ্গে গায়ক নোবেলের তর্ক-বিতর্ক হয়। ওই সময় স্থানীয় পরিবেশ নষ্ট হচ্ছিল বলে তাকে থানায় নেয়া হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে রাতেই ছেড়ে দেয়া হয়েছে।

গায়ক নোবেল মদ্যপান ছিলেন কিনা— প্রশ্ন করা হলে থানার দাবি, তাদের কাছে সেটা মনে হয়নি। ‌

প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে মদ্যপান অবস্থায় উবার চালকের সঙ্গে মারামারি করেন কণ্ঠশিল্পী নোবেল। তিনি প্রাইভেটকার ভাড়া করে হাবুলের পুকুরপাড় এলাকায় আসেন। এ সময় তার সঙ্গে একজন নারীও ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে মদ্যপান অবস্থায় উবার চালকের সঙ্গে মারামারি করেন কণ্ঠশিল্পী নোবেল। তিনি প্রাইভেটকার ভাড়া করে হাবুলের পুকুরপাড় এলাকায় আসেন। এ সময় তার সঙ্গে একজন নারীও ছিলেন।

গন্তব্যস্থলে যাওয়ার পরও ‍নোবেল গাড়ি থেকে নামতে রাজি হচ্ছিলেন না। তিনি উদ্ভট কথাবার্তা ও গালাগালি করতে থাকেন। একপর্যায়ে উবার চালকের সঙ্গে তর্কে জড়িয়ে যান নোবেল। পরে উত্তেজিত হয়ে গাড়ি চালককে মারধর শুরু করেন তিনি।

/এটিএম

Exit mobile version