Site icon Jamuna Television

ইউক্রেনে এক রাতে ৩শ’ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা বেড়েই চলেছে রাশিয়া-ইউক্রেন ফ্রন্টলাইনে। এক রাতে ইউক্রেনের শহরগুলোয় ৩ শতাধিক ড্রোন ও মিসাইল ছুঁড়েছে রাশিয়া।

নিপ্রো-পেট্রো-ভস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ক্লিনিক, স্কুলসহ একাধিক স্থাপনা। এ হামলায় প্রাণ হারিয়েছে দু’জন। কৃষ্ণ সাগরীয় বন্দর নগরী ওডেসায় মিসাইলের আঘাতে অন্তত নিহত হয়েছে একজন। সেই সাথে আহত হয়েছে ৬ শিশু।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের একটি সামরিক বিমানঘাঁটিতেও হামলা চালিয়েছে মস্কো। তবে তা প্রতিহত করা হয়েছে বলেও দাবি করেন।

রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সুমি অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো। স্থানীয় সময় রোববার (২০ জুলাই) ৪০টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সূত্র: এবিসি নিউজ।

/এআই

Exit mobile version