Site icon Jamuna Television

রংপুরে সড়ক সংস্কারের দাবিতে প্রতীকী গায়েবানা জানাজা

রংপুর ব্যুরো:

রংপুর মহানগরীর জাহাজ কোম্পানী মোড় থেকে সাতমাথা পর্যন্ত রাস্তার বেহাল দশার প্রতিবাদে রংপুর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতীকী গায়েবানা জানাযা পড়েছে এলাকাবাসি।  

রোববার (২০ জুলাই) বেলা সাড়ে ১১ টায় নগরীর সাতমাথা রেলওয়ে গেটে রাস্তায় গায়েবানা জানাযায় অংশ নেন শিক্ষার্থী ও সাতমাথার এলাকাবাসী। ইমামতি করেন শিক্ষার্থী রাহুল ইসলাম।

প্রতীকী গায়েবানা জানাযায় অংশ নেয়া মোটরসাইকেল চালক ছামিউল ইসলাম রনি জানান, ‘আমাদের তো মাননীয় প্রধান উপদেষ্টা ৫ আগস্টের পর বলেছিলেন রংপুর হবে উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশে এক নম্বর জেলা। আমাদেরকে তিনি নিজেই আশ্বাস দিয়ে গেছেন। কিন্তু আমরা সব থেকে অবহেলিত ও পিছিয়ে পড়েই থাকলাম। উনি আসার পর রংপুরের কোন উন্নয়ন দেখলাম না। এই রাস্তাটি তার জলন্ত প্রমাণ। আমরা চাই রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক। গুরুত্বপুর্ন এই রাস্তাটি দিয়ে প্রতিদিন কয়েকলাখ মানুষ চলাচল করলেও সংস্কার করা হচ্ছে না। ‘

পরে তারা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে নগরীর প্রধান এই সড়কটি যাতায়াত অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটন। কিন্তু কোনভাবেই কর্তৃপক্ষের টনক নড়ছে না। বারবার যোগাযোগ করা হলেও  তারা এদিকে কোন সুদৃষ্টি দিচ্ছেন না। 

রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, প্রশাসক হিসেবে দায়িত্ব নেয়ার পরপরই রাস্তাটি সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে। খুব শীঘ্রই টেন্ডার কল করা হবে।   

অটোরিকশা চালক আমিনুল ইসলাম জানান, ‘এই রাস্তাটার নাড়িভুড়ি বের হয়ে গেছে। পানি হলে উচুনিচু গর্ত একাকার হয়ে যায়। তখন বোঝা যায় না কোথায় কি! অটো তলিয়ে যাওয়ার মতো অবস্থা। গাড়ি উল্টে যায়। কোথায় ভাঙ্গা কোথায় ভালো কিছুই বোঝা যায় না। অনেক বছর থেকে আমরা এই রাস্তায় কষ্ট করে যাতায়াত করছি। বিশেষকরে রোগীদের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে।  ‘

রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম জানান, ‘আমি দায়িত্ব নেয়ার পরপরই রাস্তাটি সংস্কার নয়। মেরামতের উদ্যোগ নিয়েছি। এরই মধ্যে কোভিড নাইনটিন রেসপন্স এন্ড রিকভারি প্রকল্পের আওতায় রাস্তাটি পুন: নির্মানের জন্য ১৮ কোটি টাকা বরাদ্দ চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করছি চলতি মাসের শেষের দিকে প্রস্তাব পাশ হয়ে আসবে। এরপর টেন্ডার কল করে আমরা পুন:নির্মান কাজ শুরু করবো।’

/এআই

Exit mobile version