Site icon Jamuna Television

ঘুমের ওষুধ বিক্রি না করায় ছুরিকাঘাত, হামলাকারী গ্রেফতার

রাজধানীর চকবাজারে ওষুধ ব্যবসায়ী মো. নাহিদুল ইসলামকে (৩৭) ছুরিকাঘাতের ঘটনায় হামলাকারী সাদ্দাতুল ইসলাম আপন ভূঞা নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বংশাল থানার সাতরওজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে চকবাজার থানা পুলিশ।

তালেবুর রহমান জানান, গত বুধবার (১৬ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে নাজিম উদ্দিন রোডে শাহী মসজিদের নিচতলায় অবস্থিত আব্দুল্লাহ ফার্মেসির মালিক মো. নাহিদুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে। অজ্ঞাতনামা এক যুবক চাকু দিয়ে নাহিদুলের বুকে আঘাত করে পালিয়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।

এ ঘটনায় ওইদিনই চকবাজার মডেল থানায় মামলা করেন ওষুধ ব্যবসায়ী নাহিদুল ইসলাম।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১৬ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে অজ্ঞাতনামা এক যুবক অতিরিক্ত ঘুমের ওষুধ কেনার অনুরোধ নিয়ে তার দোকানে আসেন। ডাক্তারের প্রেসক্রিপশন চাওয়া হলে ওই যুবক গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। পরে বিকেল সোয়া ৩টার দিকে তিনি ফের দোকানে এসে তাকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানানো হয় ডিএমপির পক্ষ থেকে।

/এএম

Exit mobile version