Site icon Jamuna Television

৪৮তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (২০ জুলাই) রাতে পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

এতে ৫ হাজার ২০৬ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। সহকারী সার্জন পদে চার হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন উত্তীর্ণ হয়েছেন।

শুক্রবার (১৮ জুলাই) ৪৮তম বিসিএসের (বিশেষ) লিখিত (এমসিকিউ-টাইপ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৪১ হাজার ২৫ প্রার্থী।

জানা যায়, এই বিসিএস থেকে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার। যার মধ্যে সহকারী সার্জন নেয়া হবে দুই হাজার ৭০০ জন আর সহকারী ডেন্টাল সার্জন নেয়া হবে ৩০০ জন।

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ-টাইপ) পরীক্ষা ফল দেখতে এখানে ক্লিক করুন

/এএম

Exit mobile version