Site icon Jamuna Television

ইন্দোনেশিয়ায় মাঝসমুদ্রে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৫

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রাণে বেঁচে ফিরেছেন ২৮৪ যাত্রী।

রোববার (২০ জুলাই) দেশটির উত্তরাঞ্চলীয় সুলাওয়েসি প্রদেশের তালাউদ এলাকা থেকে মানাডোর উদ্দেশ্যে যাত্রা শুরু করে ‘কেএম বার্সেলোনা ফাইভ’ নামক ফেরিটি। কিন্তু দুর্ভাগ্যবশত মাঝ সাগরেই আগুন ধরে যায় নৌযানটিতে।

ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আগুন ধরা ফেরি থেকে সমুদ্রের পানিতে যাত্রীদের লাফিয়ে পড়ার ভিডিও। এতে দেখা গেছে, দাউ দাউ করে জ্বলছে যাত্রীবাহী ফেরিটি। লেলিহান আগুনের শিখা থেকে বাঁচতে জাহাজের ডেকে ভিড় জমান অনেকে। পরে কোস্ট গার্ড, নৌবাহিনী ও স্থানীয় জেলেরা শুধু করে উদ্ধার অভিযান।

এসময় এক গর্ভবতী নারীসহ উদ্ধার করা হয় ৫ জনের মরদেহ। চলতি মাসে এই নিয়ে দুইটি ফেরি দুর্ঘটনা ঘটলো ইন্দোনেশিয়ায়।

উল্লেখ্য, মাসের শুরুতে দেশটির জনপ্রিয় পর্যটন নগরী বালিতে ৬৫ যাত্রী নিয়ে ডুবে গিয়েছিলো ‘এম ভি টুনু প্রাতামা’ ফেরি।

/এমএইচআর

Exit mobile version