Site icon Jamuna Television

ড্রাগ লর্ড ভিলামার ফিটোকে যুক্তরাষ্ট্রে পাঠালো ইকুয়েডর

ইকুয়েডরের প্রভাবশালী ড্রাগ লর্ড অ্যাডলফো ম্যাসিয়াস ভিলামারকে মাদক ও অস্ত্র পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়েছে। প্রায় এক বছর আগে একটি উচ্চ নিরাপত্তা কারাগার থেকে পালানোর পর ‘ফিটো’ নামে কুখ্যাত এই অপরাধী গত জুনে পুনরায় গ্রেফতার হন। তিনি একাধিক অপরাধের দায়ে ৩৪ বছরের সাজা ভোগ করছিলেন।

তার আইনজীবী রয়টার্সকে জানিয়েছেন, ফিটো সোমবার (২১ জুলাই) একটি যুক্তরাষ্ট্রীয় আদালতে হাজির হয়ে মাদক ও অস্ত্র পাচারের আন্তর্জাতিক অভিযোগে নির্দোষ দাবি করেন।

ম্যাসিয়াস লস চোনেরোস গ্যাংয়ের নেতা ছিলেন, যা মেক্সিকো ও বলকান অঞ্চলের শক্তিশালী অপরাধী সংগঠনের সাথে যুক্ত। ২০২৩ সালে প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিওর হত্যাকাণ্ডের আদেশদাতা হিসেবেও তাকে সন্দেহ করা হয়। লস চোনেরোস গ্যাং ইকুয়েডরকে একটি পর্যটনস্বর্গ থেকে আঞ্চলিকভাবে সর্বোচ্চ হত্যাকাণ্ডের হটস্পটে পরিণত করার জন্য দায়ী।

বর্তমানে বিশ্বের ৭০% এর বেশি কোকেন ইকুয়েডরের বন্দর দিয়ে পাচার হয়। দেশটি বিশ্বের দুই বৃহত্তম কোকেন রফতানিকারক দেশ কলম্বিয়া ও পেরুর মাঝে অবস্থিত।

জুন মাসে পুলিশ ম্যান্টা শহরের একটি বিলাসবহুল বাড়ির নিচে একটি আন্ডারগ্রাউন্ড বাংকারে ফিটোকে শনাক্ত করে তাকে গ্রেফতার করে। তাকে সর্বোচ্চ সুরক্ষিত কারাগার লা রোকায় পাঠানো হয়। তখন ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া নিরাপত্তা বাহিনীকে তার গ্রেফতারের জন্য ধন্যবাদ জানান এবং জানান যে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হবে।

ইকুয়েডরের কারাগার কর্তৃপক্ষ জানায়, রোববার (২০ জুলাই) তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে কারাগার থেকে বের করা হয়।

প্রেসিডেন্ট নোবোয়ার ডাকে একটি গণভোটে ইকুয়েডরীয় নাগরিকদের প্রত্যর্পণের অনুমোদন দেয়া হয়, যিনি ক্রমবর্ধমান অপরাধ দমনের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

গত মার্চে নোবোয়া বলেছিলেন, তিনি অপরাধী গ্যাংগুলোর বিরুদ্ধে ‘যুদ্ধে’ যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ব্রাজিলের সেনাবাহিনীর অংশগ্রহণ চান।

সূত্র: বিবিসি নিউজ।

/এআই

Exit mobile version