Site icon Jamuna Television

ভয়াবহ তাপপ্রবাহে ইরানে পানি সংকট, ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালো তাপমাত্রা

ইরানে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে পানির ভয়াবহ সংকট দেখা দিয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, এ বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি গরম পড়ছে, কিছু এলাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ফারেনহাইট) ছাড়িয়ে গেছে।

সরকারি মুখপাত্র ফাতে‌মেহ মোহাজেরানি স্থানীয় সময় রোববার (২০ জুলাই) জানিয়েছেন, তীব্র গরম ও বিদ্যুৎ-পানির সাশ্রয়ের প্রয়োজনীয়তার কারণে আগামী বুধবার (২৩ জুলাই) তেহরান প্রদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

তেহরানে রোববার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস, যা সোমবার (২১ জুলাই) বেড়ে ৪১ ডিগ্রিতে পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে।

দক্ষিণ ইরানের শুষ্ক অঞ্চলগুলোতে পানির সংকট দীর্ঘদিন ধরেই বিরাজমান, যা জলবায়ু পরিবর্তন, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার ও অব্যবস্থাপনার ফল বলে মনে করা হচ্ছে।

তেহরান নগর পরিষদের চেয়ারম্যান মাহদি চামরান নাগরিকদের পানির অপচয় বন্ধের আহ্বান জানিয়েছেন। তেহরানের পানি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, শহরের পানি সরবরাহকারী বাঁধগুলোর জলাধার বর্তমানে শত বছরের মধ্যে সবচেয়ে নিম্নস্তরে রয়েছে।

এ অবস্থায় অন্তত ২০% পানি ব্যবহার কমানোর আহ্বান জানানো হয়েছে। রক্ষণশীল দৈনিক জাভান জানিয়েছে, সংকট মোকাবেলায় রাজধানীর কিছু এলাকায় ১২ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত পানি সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

রোববার (২০ জুলাই) ইরানের জ্বালানি মন্ত্রী আব্বাস আলিয়াবাদি দুঃখ প্রকাশ করে বলেন, “সম্পদ ব্যবস্থাপনার স্বার্থে” এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।.

সূত্র: আল জাজিরা।

/এআই

Exit mobile version