Site icon Jamuna Television

খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু, তিন দিনের বিশ্রামে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন এবং বর্তমানে সুস্থতার পথে রয়েছেন বলে স্থানীয় সময় রোববার (২০ জুলাই) তার দফতর এক বিবৃতিতে জানিয়েছে।

৭৫ বছর বয়সী নেতানিয়াহু রাতে অসুস্থ হয়ে পড়েন এবং পরে তার অন্ত্রের প্রদাহ ও পানিশূন্যতা ধরা পড়ে। বিবৃতিতে বলা হয়েছে, ‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাড়িতে বিশ্রামে থাকবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবেন।’

এর আগে, ২০২৩ সালে নেতানিয়াহুর হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয় এবং গত ডিসেম্বর তিনি প্রস্রাবনালীর সংক্রমণ ধরা পড়ায় অস্ত্রোপচারের মাধ্যমে প্রস্টেট অপসারণ করান।

সূত্র: রয়টার্স।

/এআই

Exit mobile version