Site icon Jamuna Television

মুক্তিযোদ্ধাদের অবদান অনস্বীকার্য: উপদেষ্টা ফারুক ই আজম

জুলাই অভ্যুত্থানের প্রত্যেক শহীদ পরিবারকে সঞ্চয়পত্র আকারে ৩০ লাখ টাকা প্রদান করা হবে। এরমধ্যে ২০২৪-২৫ অর্থ বছরে ৭৭২ শহীদ পরিবারের প্রত্যেককে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র আকারে ৭৭ কোটি ২০ লাখ টাকা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম।

সোমবার (২১ জুলাই) দুপুরে সচিবালয়ে জুলাই শহীদ পরিবারের জন্য গৃহীত পদক্ষেপ নিয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।

উপদেষ্টা বলেন, ক শ্রেণির জুলাই যোদ্ধারা পাবেন ৫ লাখ টাকা৷ যার মধ্যে দুই লাখ টাকা করে প্রদান করা হয়েছে৷ খ শ্রেণির জুলাই যোদ্ধারা এককালীন পাবেন ৩ লাখ টাকা৷ এরমধ্যে ১ লাখ টাকা করে প্রদান করা হয়েছে৷ গ শ্রেণির জুলাই যোদ্ধাদের এককালীন প্রদান করা হবে ১ লাখ টাকা৷ এরমধ্যে ১ লাখ টাকা করে প্রদান করা হয়েছে৷

এছাড়া প্রত্যেক শহীদ পরিবার ২০ হাজার টাকা মাসিক ভাতা পাবেন বলেও জানান উপদেষ্টা ফারুক ই আজম। ক শ্রেণির জুলাই যোদ্ধারা ভাতা পাবেন ২০ হাজার টাকা, খ শ্রেণির যোদ্ধারা পাবেন- ১৫ হাজার টাকা৷ গ শ্রেণির জুলাই যোদ্ধারা পাবেন ১০ হাজার টাকা করে৷

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জানান, জানান, ৫ আগস্ট শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেয়া হবে। জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারদের পুনর্বাসনের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নানা ধরনের কর্মসূচি আছে। কিন্তু এর মধ্যে ফ্ল্যাট দেয়া কিংবা সরকারি চাকরিতে কোটার কোনো বিষয় নেই।

এসময়, উপদেষ্টা বলেন, মুক্তিযোদ্ধাদের অবদান অনস্বীকার্য। কাউকে তাদের সমকক্ষ ভাবা হচ্ছে না।

/এটিএম

Exit mobile version