Site icon Jamuna Television

আন্তর্জাতিক ফুটবলে শীর্ষ ১০ গোলদাতা কারা

দেশের জার্সি পড়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশকে প্রতিনিধিত্ব করতে কে না চায়।  দলের হয়ে খেলা এবং গোল করে দল জেতানোকে ক্যারিয়ারের গৌরবময় মুহূর্ত মনে করেন তারা। কারণ, কাজটা সহজ নয়। তবে কেউ কেউ এমনও আছেন, যারা জাতীয় দলের হয়ে গোল করাকে অভ্যাসে পরিণত করেছেন। শত শত ম্যাচ, হাজারো মুহূর্ত পেরিয়ে যারা নিজেদের দেশের হয়ে গড়েছেন সর্বোচ্চ গোলের রেকর্ড, আজ জানবো তাদের কথা। কিন্তু শীর্ষ দশে আছেন কারা? কে কত গোল করেছেন, আর কে ই বা আছেন এই তালিকার সর্বোচ্চ চূড়ায়?

৩৯ বছর বয়সে এসেও এখনও কমেনি গোলের ক্ষুধা। খেলাটাও চালিয়ে যাচ্ছেন স্বমহিমায়। বলা হচ্ছে ৫ বারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর কথা। এখন পর্যন্ত ২২১ ম্যাচে খেলে তার গোল সংখ্যা ১৩৮। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার মুকুট পড়ে রাজত্ব করছেন এই তালিকায়।

তালিকায় দ্বিতীয় অবস্থানে কে আছেন এটি প্রায় অনুমেয়। ১৯৩ ম্যাচ খেলে এখন পর্যন্ত লিওনেল মেসির গোল ১১২টি। বহুল কাঙ্ক্ষিত বিশ্বকাপ জয়ের পরেও জাতীয় দলের জন্য এখনও দিচ্ছেন নিজের সর্বোচ্চটা।

তৃতীয় স্থানে অবস্থান করছেন ইরানের কিংবদন্তি আলী দায়ি। জাতীয় দলের জার্সিতে ১৪৮ ম্যাচে করেছেন ১০৮ গোল। একসময় সাবেক এই সেন্টার ফরোয়ার্ডই ছিলেন এ তালিকার শীর্ষে। যতদিন না রোনালদো ও মেসি তাকে টপকে যান।

এ তালিকায় চমক ভারতের সুনীল ছেত্রী। ১১৫ ম্যাচে ৯৫ গোল নিয়ে চতুর্থ স্থানে আছেন ভারতের এই পোস্টার বয়। যদিও মাঝে অবসর নিয়েছিলেন তিনি। তবে আবারও ফিরেছেন দেশের টানে।

বেলজিয়ান তারকা রোমেলু লুকাকু ও মালয়েশিয়ার ফরোয়ার্ড মোখতার দাহারি সর্বোচ্চ গোলের তালিকায় যৌথ ভাবে অবস্থান করছেন তালিকার ৫ নাম্বারে। দুজনের গোল সংখ্যা সমান ৮৯ হলেও, ম্যাচ সংখ্যায় এগিয়ে দাহারি। যেখানে লুকাকুর লেগেছে ১২৪ ম্যাচ সেখানে দাহারির লেগেছে ১৪২ ম্যাচ।

ষষ্ঠ স্থানেও যৌথভাবে অবস্থান করছেন সংযুক্ত আরব আমিরাতের আলী মাবখুত ও পোল্যান্ডের রবার্ট লেভানডোভস্কি। গোল সংখ্যা সমান ৮৫। আর হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাস ৮৪ গোল নিয়ে আছেন পরের অবস্থানে। যদিও তার ম্যাচ সংখ্যা সবচেয়ে কম, মাত্র ৮৫ ম্যাচে এই কীর্তি গড়েন তিনি।

জাম্বিয়ার গডফ্রে চিতালু ও ব্রাজিলিয়ান নেইমার জুনিয়র আছেন এই তালিকার ৮ নাম্বারে। সমান ৭৯ গোল পেতে চিতালুকে খেলতে হয়েছে ১১১ ম্যাচে। আর নেইমার তা অর্জন করেছেন ১২৮ ম্যাচে।

এছাড়া ৭৮ গোল নিয়ে তালিকার ৯ ও ৭৫ গোল করে যৌথভাবে ১০ নম্বরে আছেন যথাক্রমে ইরাকের হুসেইন সাঈদ ও জাপানি ফুটবলার কুনিশিগে কামামোতো এবং কুয়েতের বাশার আব্দুল্লাহ।

/এমএইচআর

Exit mobile version