
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের আনা হচ্ছে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে। সেখানে পজিটিভ (+) গ্রুপের রক্তের পর্যাপ্ত ডোনার রয়েছে। নেগেটিভ (-) গ্রুপের রক্তের ডোনার প্রয়োজন। আগ্রহীদের অনুরোধ জানানো হচ্ছে, রক্ত দিতে বার্ন ইনস্টিটিউটে যেতে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেছেন, বার্ন ইনস্টিটিউটে ৬০ জন ভর্তি আছে। আরও ১০-১৫ জনকে এখানে চিকিৎসা দেয়া সম্ভব। এরপর আরও রোগী এলে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নেয়া হবে।
আজ সোমবার (২১ জুলাই) বিকেল ৫টা পর্যন্ত সেখানে ৭১ জনকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। মুমূর্ষু রোগীর সংখ্যা অনেক।
আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বেলা ১টা ৬ মিনিটে প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। উড্ডয়নের ১২ মিনিটের মধ্য বিমানটি বিধ্বস্ত হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হতাহতের আশঙ্কা আরও অনেক।
এ ঘটনায় আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, হাসপাতালগুলোতে অযথা ভিড় না করতে। হাসপাতালে রোগী আনার ক্ষেত্রে কিংবা আহতদের চিকিৎসাসেবা দিতে যাতে কোনো প্রকার বাধার মধ্যে পড়তে না হয়, তাই উৎসুক জনসাধারণকে রাস্তা খালি করার আহ্বান জানানো হয়েছে।
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ১২০ জনের বেশি অগ্নিদগ্ধ চিকিৎসা নিয়েছেন। উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের হাসপাতালে দগ্ধদের নেয়া হয়েছে। সেখানে রক্তের প্রয়োজন বলে জানানো হয়েছে।
এদিকে, এ ঘটনায় জরুরি প্রয়োজনে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ইমার্জেন্সি হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নম্বর হলো ০১৯৪৯০৪৩৬৯৭।
/এএম



Leave a reply